Home / Probashi News / এবার কপাল পুড়লো সৌদি প্রবাসীদের!

এবার কপাল পুড়লো সৌদি প্রবাসীদের!

সৌদি শ্রম মন্ত্রণালয় নিচের ১২ রকমের দোকানে কেবলমাত্র সৌদি বিক্রেতাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরবি নতুন বছরে পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গেছে।

১. নারী-পুরুষ, শিশুদের রেডিমেট সব কাপড়ের দোকান, ২. আওয়ানি মঞ্জিলিয়া বা ক্রোকারিজ সামগ্রীর দোকান, ৩. গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র,

৪. গাড়ির পার্টসের দোকান, ৫. বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ চালিত সামগ্রীর দোকান, ৬. হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির দোকান, ৭. চকোলেট বা মিষ্টান্ন জাতীয় দোকান, ৮. বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী,

৯. চশমার দোকান, ১০. ঘড়ির দোকান, ১১. কার্পেট, পাপোষ জাতীয় দোকান, ১২. ফার্নিচার বা ডেকোরেশনের দোকান।

বিপুল সংখ্যক প্রবাসী উপরোক্ত কাজগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত আছে বলে জানা যায়। এই নিয়ে প্রবাসীদের মধ্যে চরম হতাশা নেমে আসছে, বেকার হতে হবে হাজারো প্রবাসীকে।

 

 

 

 

Check Also

সৌদি আরবে গাড়ি উল্টে তিন বাংলাদেশি নিহত…

সৌদি আরবের আল-বাহা প্রদেশে গাড়ি উল্টে তিন বাংলাদেশিসহ নয় প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে …